কোয়ারেন্টিন ইস্যু সমঝোতা না হওয়ায় শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান এই ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, আমরা ঘরোয়া লিগ শুরুর পরিকল্পনা করেছি। এই সময়ে এলপিএল খেলতে কাউকে এনওসি দেয়া হবে না।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে বিসিবিতে গিয়ে বোর্ড কর্তাদের সাথে বসেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে বোর্ড পরিচালকদের নিয়ে অনির্ধারিত বৈঠক করেন নাজমুল হাসান। যেখানে বোর্ডের প্রায় সব পরিচালকই উপস্থিত ছিলেন।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল টাইগারদের।