sliderউপমহাদেশশিরোনাম

শ্রীলঙ্কায় মার্ক্সবাদী দিসানায়েক হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট!

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে মার্ক্সবাদী অরুনা কুমার দিসানায়েক প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন। গতকাল ভোটগ্রহণের পর আজ রোববার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

এখন পর্যন্ত গণনা করা ভোটের মধ্যে দিসানায়েক পেয়েছেন প্রায় ৫৩ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা বিরোধী দলের নেতা সাজিদ প্রেমাদাসা পেয়েছেন ২২ শতাংশ। আর বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে তৃতীয় স্থানে রয়েছেন।

শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানের পর এই প্রথম দেশটিতে নির্বাচন হলো।

শ্রীলঙ্কার ১৭ মিলিয়ন ভোটারের মধ্যে রোববার প্রায় ৭৫ শতাংশ ভোট দেয় বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে।

দিসানায়েক ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) নামের একটি জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এই জোটে আছে মাক্সবাদী জনতা বিমুক্তি পেরেমুনা (জেভিপি) পার্টি। দলটি বেশ কঠোর রাষ্ট্রীয় হস্তক্ষেপের নীতিকেই সাধারণভাবে সমর্থন করে থাকে। তারা কর কমানো, অধিকতর বদ্ধ বাজার অর্থনীতির সমর্থক।

পার্লামেন্টে জেভিপির আসন রয়েছে মাত্র তিনটি। কিন্তু ৫৫ বছর বয়স্ক দিসানায়েক দুর্নীতিবিরোধী পদক্ষেপ এবং গরিবমুখী নীতির কথা বলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

তিনি নিজেকে পরিবর্তনের প্রার্থী হিসেবে প্রচার করেন। তিনি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে পার্লামেন্ট ভেঙে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

শ্রীলঙ্কায় ২০২২ সালে গণআন্দোলনের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন।

সূত্র : রয়টার্স এবং অন্যান্য

Related Articles

Leave a Reply

Back to top button