sliderখেলা

শ্রীলঙ্কান ক্রিকেট সবচেয়ে দুর্নীতিগ্রস্ত!

আইসিসির গভর্নিং বডি শ্রীলঙ্কান ক্রিকেট প্রশাসনকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আখ্যায়িত করেছে। সংস্থাটির বৈশ্বিক গভর্নিং বডির সাম্প্রতিক মূল্যায়নে শ্রীলঙ্কান ক্রিকেট প্রশাসন সম্পর্কে এমন বক্তব্য এসেছে। সোমবার শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সংবাদমাধ্যমকে এমন তথ্য জানান।
ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো বলেন, ‘আইসিসি মনে করছে শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনের সর্বস্তর দুর্নীতিগ্রস্ত।’ সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত সভায় শ্রীলঙ্কান বোর্ডের দুর্নীতি বিষয়ে একটি গোপন রিপোর্টও ক্রীড়ামন্ত্রী ফার্নান্দোকে সরবরাহ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কান ক্রিকেটে ঘটা চরম দুর্নীতির অভিযোগ মিডিয়াতে ঘুরেফিরেই এসেছে। পাশাপাশি একটি টিভি চ্যানেলের জন্য করা এক ডকুমেন্টারি তৈরিতে পরিচালিত কার্যক্রমে ধরা পড়েছে ম্যাচ ফিক্সিং কলঙ্ক। দুর্নীতি আর অব্যবস্থাপনায় টালমাটাল দেশটির ক্রিকেটে বাড়তি বোঝা হিসেবে যোগ হয়েছে এই ফিক্সিং বিতর্ক। আর মাঠেও এসবের প্রভাবে খেই হারানো অবস্থায় আছে দ্বীপদেশটির ক্রিকেট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button