Uncategorized

শ্রীলঙ্কাকে অল্পতেই গুটিয়ে দিলেন স্টার্ক

গলে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার চতুর্থ বাঁ-হাতি পেসার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মিচেল স্টার্ক। তার এমন অর্জনের দিনে ২৮১ রানেই গুটিয়ে গেছে শ্রীলংকা। দিন শেষে ২ উইকেটে ৫৪ রান তুলেছে অস্ট্রেলিয়া। ফলে ৮ উইকেট হাতে নিয়ে ২২৭ রানে পিছিয়ে রয়েছে অসিরা।
প্রথম টেস্টের মতো এ ম্যাচে টস ভাগ্যে জিতে শ্রীলঙ্কা। তাই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতে মোটেও দেরি করেননি লঙ্কান দলপতি এ্যাঞ্জেলো ম্যাথুজ। কিন্তু ব্যাটিং-এ নেমেই অস্ট্রেলিয়ার পেসার স্টার্কের তোপের মুখে পড়ে শ্রীলংকার দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও কুশাল সিলভা। দলীয় ৯ রানের মধ্যে ফিরে যান দু’জনে। করুনারত্নে শূন্য ও সিলভা ৫ রানে ফিরেন।
এরপর শক্ত হাতে দলের হাল ধরেন কুশাল পেরেরা ও আগের ম্যাচের সেরা কুসল মেন্ডিস। ১৬০ বলে ১০৮ রানের দারুণ এক জুটি গড়েন তারা। এই জুটি ভাঙেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁও। ৪৯ রান করা পেরেরাকে শিকার করেন লিঁও।
হাফ-সেঞ্চুরি তুলে আবারো সেঞ্চুরির পথেই হাটছিলেন মেন্ডিস। কিন্তু মেন্ডিসের সেই পথচলা ৮৬ রানেই থামিয়ে দেন স্টার্ক। এই উইকেট নিয়ে একটু বেশিই আনন্দে ছিলেন স্টার্ক। কারণ আগের ম্যাচের হিরোকে আউট করে টেস্ট ক্যারিয়ারে ১শ’ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি।
মেন্ডিসের ফিরে যাবার পর শ্রীলংকাকে সামনের দিকে টেনেছেন ম্যাথুজ। দিনেশ চান্ডিমাল ব্যর্থ হলেও, ধনানঞ্জয়া সিলভা বলার মত স্কোর করেছেন। ম্যাথুজ ৫৪ ও ধনানঞ্জয়া ৩৭ রানে থেমে গেলে শ্রীলঙ্কার স্কোর ৩০০’র বেশ আগেই থমকে যায়। শত উইকেটে কোটায় নাম লিখিয়েও, থমকে যাননি স্টার্ক। পরবর্তীতে আরও ২ উইকেট নিয়ে নিজের শিকারের সংখ্যাটা ৫-এ নিয়েছেন। ২৭ টেস্টে পঞ্চমবারের মত ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন স্টার্ক। এজন্য তিনি রান দিয়েছেন ৪৪টি।
দিনের শেষভাগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। নিজেদের ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার জো বার্নসকে শূন্য রানে হারায় তারা। অভিষেক ম্যাচের দ্বিতীয় বলেই উইকেট নিয়েছেন ২৪ বছর বয়সী পেসার বিশ্ব ফার্নান্দো।
সতীর্থকে হারিয়ে মারমুখী হয়ে উঠেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার। শ্রীলঙ্কার বোলারদের চড়াও হয়ে ৭টি বাউন্ডারি আদায় করে নেন তিনি। তবে ওয়ার্নার ঝড় আরও ভংকর হবার আগেই থামিয়ে দেন দিলরুয়ান পেরেরা। ৪১ বলে ৪২ রান করেন ওয়ার্নার। আর ওখানেই দিনের খেলার ইতি টানেন
ম্যাচের আম্পায়াররা। ১১ রানে অপরাজিত আছেন উসমান খাজা।
সংক্ষিপ্ত স্কোর (দিন শেষে) :
শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ২৮১/১০, ৭৩.১ ওভার (মেন্ডিস ৮৬, ম্যাথুজ ৫৪, পেরেরা ৪৯, স্টার্ক ৫/৪৪, লিঁও ২/৭৮)।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৫৪/২, ১৩.৩ ওভার (ওয়ার্নার ৪২, খাজা ১১*, পেরেরা ১/১৪)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button