sliderস্থানীয়

শ্রীবরদী উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমানের ছবি ভাইরাল

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধিঃ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা শ্রীবরদী উপজেলার সাবেক চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলামের সঙ্গে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমানের ছবি ভাইরাল৷ আজ শুক্রবার রাত আটটার দিকে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমানের ফেসবুকের প্রোফাইলে সংসদ সদস্য প্রার্থী এডিএম শহিদুল ইসলামের সঙ্গে তার ব্যক্তিগত ছবি প্রকাশ করেন।

স্থানীয়দের ভাষ্যমতে, তিনি নির্বাচনের শুরু থেকে নৌকা প্রতীকের প্রচারণা করছেন বলে জানা গেছে। এ বিষয়কে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীদের মাঝে বিরুপ প্রভাপ পড়েছে। তারা বলছেন,একজন সরকারি কর্মকর্তা এভাবে তার প্রোফাইলে দলীয় একজন প্রার্থীর ছবি সংযুক্ত করতে পারে কিনা?এ ব্যাপারে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান,উক্ত প্রার্থীর ছবি আমার প্রোফাইল থেকে টান দিচ্ছি।

স্বতন্ত্র প্রার্থীরা উক্ত বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের উধর্বতণ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা: অনুপম ভট্রাচার্য্যের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান,বিষয়টির সত্যতা প্রমাণ হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button