
মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার শ্রীবরদীতে ৩ সন্তানের জননী মানুষিক ভারসাম্যহীন এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৮ শে অক্টোবর শনিবার সকালে উপজেলার তাতীহাটি ইউনিয়নের ভটপুর পূর্বপাড়া গ্রামের খোকা মিয়ার বসত বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মনোয়ারা বেগম (৪৫) ভটপুর পূর্ব পাড়া গ্রামের খোকা মিয়ার স্ত্রী।
শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো শফিকুর রহমান সজীব জানায়, শনিবার সকালে স্বামীর বসত ঘরের ধরনার সাথে গলার রশি বাঁধা অবস্থায় তার স্বজনরা মনোয়ারা বেগমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরবর্তীতে আমরা এসে লাশ উদ্ধার করি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি শেরপুর জেলা মর্গে প্রেরণ করি।
স্থানীয়রা জানিয়েছে সে নাকি মানুসিক ভারসাম্যহীন ছিল। সে প্রায় সময়ই কারেন্ট ধরে মরে যাবে বলে লোকজনকে বলতো।
তার বাবার বাড়ি ঝিনাইগাতী উপজেলার উত্তর কান্দুলি গ্রামে। তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি কাইয়ুম খান সিদ্দিকী লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
আমিও নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।