sliderস্থানীয়

শ্রীবরদীতে  মিনিবার  ফুটবল  টুর্নামেন্টের  উদ্বোধন

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধিঃ “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলার মাঠে চল” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ২৩ অক্টোবর সোমবার বিকেলে শহিদ শেখ রাসেল স্মৃতি স্মরণে মুন্সিপাড়া জাগ্রত জনতা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মুন্সিপাড়া গরুহাটি মাঠে এই খেলার উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলা যুবলীগের সভাপতি মো. লিয়াকত হোসেন লিটন। 

এ সময় অন্যান্যদের মাঝে শ্রীবরদী পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম বুদু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও প্রেসক্লাব শ্রীবরদী”র সাধারণ সম্পাদক ফেরদৌস আলী, বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখার সাবেক আইন বিষয়ক সম্পাদক মোকাদ্দেস হাসান কাওছার, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক মো. রুবেল মিয়া, পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক হামিদুর রহমান, শিক্ষার আলোই বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাজিদ হাসান শান্ত, মুন্সিপাড়া জাগ্রত জনতা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. শাকিল আলম মামুন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।

উক্ত খেলায় ১৬টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় টিম ব্রাদর্স বনাম পাওয়ার স্পিড উইনার ক্লাব অংশগ্রহ করে।

Related Articles

Leave a Reply

Back to top button