শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সিংগাইরে বর্ণাঢ্য র্যালি

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিংগাইর উপজেলা ও পৌর শাখার আয়োজনে মধ্য সিংগাইর শ্রী শ্রী রাধা গোবিন্দ জিওর আশ্রম থেকে র্যালিটি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।
র্যালিতে উপস্থিত ছিলেন-সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান,উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ,সিংগাইর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন ঘোষ, সহ-সভাপতি অরবিন্দ সরকার, সাধারন সম্পাদক অ্যাড.ইতি রানী সাহা,সিংগাইর পৌর কমিটির সভাপতি জয় গোপাল শীল(জয় দেব),সাধারন সম্পাদক শ্যাময়েল সরকার ও পৌরসভার কাউন্সিলর মো.কামাল হোসেন প্রমুখ।