
আজ সকাল ১১টায় ১৪ পুরানা পল্টনস্থ দারুস সালাম আর্কেড-এর ৭ম তলায় মওলানা ভাসানী অডিটরিয়ামে সম্মিলিত শ্রমিক পরিষদ (এস এস পি)-এর উদ্যোগে শ্রমিক হত্যার বিচার, ক্ষতিপূরণ, গার্মেন্টস শিল্পে প্রস্তাবিত মজুরি ঘোষণা প্রত্যাহার এবং মজুরি পুননির্ধাণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন এসএসপি’র প্রধান সমন্বয়ক,এএএম ফয়েজ হোসেন। উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপস্থিত জাতীয় শ্রমিক নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে মূলদাবি ছিল শ্রমিক হত্যার বিচার, নিহতদের একজীবন আয়ের সমপরিমাণে ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা ও যৌক্তিক ক্ষতিপূরণ প্রদান। গ্রেফতারকৃত শ্রমিক নেতা গার্মেন্টস শ্রমিক সংহতির সম্পাদক বাবুল হোসেন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিদ্যুৎ সহকারী, জিয়াউল হাসান জুয়েলসহ সকল বন্দির মুক্তি, গণতান্ত্রিক আন্দোলনে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি।
সংবাদ সম্মেলনে আগামী ১ ডিসেম্বর ২০২৩ জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের ঘোষণা করা হয়। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন : এ এ এম ফয়েজ হোসেন প্রধান সমন্বয়ক-সম্মিলিত শ্রমিক পরিষদ সাধারণ সম্পাদক-বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, কমরেড টিপু বিশ^াস সভাপতি, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন, মোঃ মেহেদী আলী খান সহ-সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল, আব্দুর রহমান, নির্বাহী সমন্বয়ক-সম্মিলিত শ্রমিক পরিষদ সভাপতি-বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, রফিকুল ইসলাম সহ-সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিকদল মোশারেফ হোসেন মন্টু, সাধারণ সম্পাদক, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট, মোঃ বাচ্চু ভূঁইয়া সভাপতি, বাংলাদেশ বহুমুখী হকার সমিতি, বাচ্চু মিয়া আহ্বায়ক, জাতীয় শ্রমিক পার্টি (জাফর) সাখাওয়াত হোসেন দুলাল সাধারণ সম্পাদক, ঢাকা জিলা সিএনজি, অটোরিকশা ও মিশুক চালক ইউনিয়ন, হারুন-অর-রশিদ সহ-সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মোঃ শাহ আলম সাধারণ সম্পাদক, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলন, রফিকুল ইসলাম রফিক অর্থ সম্পাদক, জাতীয়তাবাদী শ্রমিক দল, ইঞ্জিনিয়ার মোঃ ওসমান গনি সভাপতি, নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদ, কামরুজ্জামান ফিরোজ আহ্বায়ক, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক আন্দোলন, আব্দুর রাজ্জাক রাজা সভাপতি, নাগরিক শ্রমিক ঐক্য, আমির আলী হাওলাদার সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ মজলিশ, এম এ আউয়াল উপদেষ্টা, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, মীর মোফাজ্জল হোসেন মোস্তাক সভাপতি, বিপ্লবী শ্রমিক সংহতি, বাবুল বিশ^াস সভাপতি, ভাসানী শ্রমিক পরিষদ, মাহমুদ হোসেন সভাপতি, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্স শ্রমিক সংহতি, নূর আহমেদ সেলিম সভাপতি, শ্রমজীবী পরিষদ, নেক মোহাম্মদ সভাপতি, প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদ, এস এম নজরুল ইসলাম সাধারণ সম্পাদক, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক জোট, মোঃ মনিরুজ্জামান, প্রবাসী কল্যাণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক-মোঃ সাহাবউদ্দিন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম পথিক, সোহেল রানা সম্পদ সাধারণ সম্পদাক শ্রমিক অধিকার পরিষদ প্রমুখ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্রমিক নেতা এ এ এম ফয়েজ হোসেনবলেন, সরকার আমাদের উত্থাপিত দাবি সম্পর্কে ১ ডিসেম্বর পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ না করলে এসএসপি ধর্মঘটসহ কঠোর কর্মসূচি গ্রহণ করবে। প্রবীণ শ্রমিকনেতা কমরেড টিপু বিশ^াস বলেন, অত্যাচারি ঘাতক খুনিদের কাছ থেকে গণতান্ত্রিক আচরণ আশা করা যায় না। আন্দোলন-সংগ্রাম করেই আমাদের দাবি আদায় করতে হবে।
প্রেসবিজ্ঞপ্তি