শ্রমিকদের বেতন বাড়ানোর আশ্বাস: নৌযান ধর্মঘট প্রত্যাহার
ন্যূনতম মজুরি বাড়ানোর সিদ্ধান্তে ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিকরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ত্রিপক্ষীয় বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়।
মঙ্গলবার বেলা ২টায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌযান মালিক ও শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। টানা আট ঘণ্টার ত্রিপক্ষীয় বৈঠক শেষ হয় রাত সাড়ে ১০টায়।
বৈঠক শেষে নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুল আলম ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেন, ‘তিনটি ক্যাটাগরিতে আমাদের বেতন বাড়ানোর অঙ্গীকার করেছে সরকার। ক শ্রেণির জন্য ন্যূনতম বেতন ১০ হাজার টাকা, খ শ্রেণির নয় হাজার ৫০০ টাকা এবং গ শ্রেণির নয় হাজার টাকা বেতন করার সিদ্ধান্ত হয়েছে। তবে সরকারের এই সিদ্ধান্ত মালিকপক্ষ মানেনি। তারা বৈঠক থেকে উঠে চলে যায়।’
বৈঠক শেষে নৌমন্ত্রী বলেন, ‘মজুরি বোর্ড গঠনের দাবিতে নৌযান শ্রমিকরা ধর্মঘট করে আসছিল। এতে জ্বালানি তেল পরিবহনসহ যাত্রীদের দুর্ভোগ হয়। ধর্মঘট প্রত্যাহার করায় শ্রমিক নেতাদের ধন্যবাদ জানাচ্ছি। আশা করি মালিকপক্ষ বৈঠকের সিদ্ধান্ত মেনে নেবে।’
বেতন-ভাতা বৃদ্ধি ও নৌপথে চুরি-ডাকাতি বন্ধসহ ১৫ দফা দাবিতে বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।