শেষ রোগীটি চলে যাওয়ায় বন্ধ উহানের সেই হাসপাতাল

চীনের উহানে নির্মিত লেইশেনশান হাসপাতালটি অবশেষে বন্ধ করে দিচ্ছে দেশটির সরকার। ফেব্রুয়ারিতে জরুরি ভিত্তিতে হুবেই প্রদেশে এই হাসপাতাল নির্মাণ করা হয়। এই হাসপাতালের সর্বশেষ চার রোগীকে মঙ্গলবার উহান বিশ্ববিদ্যালয়ের ঝোংনান হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার হাসপাতালটি বন্ধ করে দিতে যাচ্ছে চীন সরকার।
লেইশেনশান হাসপাতালের প্রেসিডেন্ট ওয়াং জিংহুয়ান বলেন, হাসপাতালটি ভেঙ্গে ফেলা হবে না, এটি পরবর্তীতে এমন কোনো ধরনের সমস্যায় কাজে লাগানো হবে। এখন আমাদের হাসপাতালে রোগীর সংখ্যা শূন্যে নেমে এসেছে। হাসপাতালটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
ওয়াং জানায়, এ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ২ হাজার ১১ জন রোগী ভর্তি করা হয়। যাদের মধ্যে ৪৫ শতাংশ গুরুতর অবস্থায় ছিলেন। হাসপাতালের সামগ্রিক মৃত্যুহার প্রায় ২ দশমিক ৩ শতাংশ।
হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইউয়ান ইউফেং জানিয়েছেন, মঙ্গলবার চারজন রোগীকে সরিয়ে নেয়া হয়েছে যাদের মধ্যে একজনের বয়স ৮০ বছর এবং দু’জনের বয়স ৭০ বছরের মতো।
করোনা মহামারি আকারে ছড়িয়ে পরায় উহানে ২৫ জানুয়ারি হাসপাতালটি নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। এক হাজার ৬০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে নির্মাণ করা হয়েছে। চায়না ডেইলি।