sliderখেলাশিরোনাম

শেষ পর্যন্ত ডোমিঙ্গোতেই ভরসা বিসিবির

নানান জল্পনা-কল্পনার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হলেন রাসেল ডোমিঙ্গো। শনিবার দুপুরে বিসিবি তার নাম ঘোষণা করে। বিশ্বকাপে বাজে ফলাফলের কারণে নির্ধারিত সময়ের আগেই চুক্তি বাতিল করা হয় ইংলিশ কোচ স্টিভ রোডসের সাথে। এরপর বিসিবি একজন হেড কোচের সন্ধানে নামে।
রাসেল ডোমিঙ্গোকে শেষ পর্যন্ত কোচ হিসেবে নিয়োগ দেয়া হলেও এজন্য শর্টলিস্টে ছিল হাই প্রোফাইল আরো বেশ কয়েকজনের নাম।
এর আগে বেশ জোড়ে সোড়ে শোনা যাচ্ছিল মাইক হেসনের নাম। কিন্তু ভারত তাদের পছন্দের তালিকায় রেখেছিল এ কিউই কোচকে। তাই বিসিবি আর আগায়নি সাবেক এ ব্ল্যাকক্যাপস ক্রিকেটারের জন্য।
রাসেল ডোমিঙ্গোও কয়েকদিন আগে কথা বলে গেছেন বোর্ড কর্তাদের সাথে। যদিও তখন রব উঠেছিল এইচপি আর এ দলের কোচ হওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন ডোমিঙ্গো। তবে বিসিবি শেষ পর্যন্ত হেসনকে না পাওয়ায় দুই বছরের জন্য সাকিব-মুশফিকদের গুরু হিসেবে বেছে নিলো এই সাউথ আফ্রিকানকেই।

Related Articles

Leave a Reply

Back to top button