sliderস্থানীয়

শেরপুর সদর সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি :শেরপুরে দ্বি-বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে শেরপুর সদর সার্কেল শেরপুর অফিস পরিদর্শন করেন জনাব আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেসনস্), ময়মনসিংহ রেঞ্জ মহোদয়।

আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মহোদয় সদর সার্কেল, শেরপুর অফিসে কর্মরত সকল অফিসার ও ফোর্সদের খুঁজ খবর নেন এবং সকল নথি-পত্র পর্যালোচনা করেন, গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র খতিয়ে দেখেন, দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষন ও সদর সার্কেল অফিস কম্পাউন্ড সরেজমিনে পরিদর্শন করে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন ও পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর মহোদয় জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেরপুর; জনাব সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেরপুর, জনাব বছির আহমেদ বাদল, অফিসার ইনচার্জ, শেরপুর সদর থানা, শেরপুর; জনাব রিয়াদ হোসেন, অফিসার ইনচার্জ, নকলা থানা, শেরপুর সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন ।

Related Articles

Leave a Reply

Back to top button