মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার হাজতি রফিক মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-১৪, জামালপুর । সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার দিকপাড়া রঘুনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিক মিয়া দিকপাড়া রঘুনাথপুর এলাকার বাসিন্দার সলিমুদ্দিনের ছেলে।
র্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে হত্যা মামলার জেল পলাতক আসামী রফিক মিয়া সোমবার রাতে দিকপাড়া রঘুনাথপুর এলাকা থেকে গ্রেফতার করে। যাহার শেরপুর সদর থানার মামলা নং-৬৪, তারিখ-২৯/০৪/২০২৩, জিআর নং-২২৮/২৩, পেনাল কোড, শেরপুর। হাজতি নং- ১৩৩৭/২৪।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট শেরপুর জেলা কারাগার থেকে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার প্রায় ৫ শতাধিক হাজতি ও কয়েদী পালিয়ে যায়। পলাতক এই আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলেও জানান র্যাব কর্মকর্তারা।