sliderস্থানীয়

শেরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধিঃ “তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে শেরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৪ পালিত হয়েছে।

শুক্রবার (৩১ মে) সকাল ১১ ঘটিকায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

বর্ণাঢ্য র‌্যালিতে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা; সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য; জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পরবর্তীতে র‌্যালি উত্তর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা মহোদয়।

Related Articles

Leave a Reply

Back to top button