sliderস্থানীয়

শেরপুরে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৩ জুন) বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু।

অনুষ্ঠানের শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে উক্ত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্তের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো.আকরামুল হোসেন পিপিএম, জেলা সিভিল সার্জন ডা.অনুপম ভট্টাচার্য্য, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.এমদাদুল হক,শেরপুর প্রেস ক্লাবের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ, খেলার পরিচালক, সহকারী পরিচালক, দুই দলের খেলোয়াড়, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকারি বেসরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা একাদশ বনাম নালিতাবাড়ী কলেজ একাদশ দল অংশ গ্রহন করে।

Related Articles

Leave a Reply

Back to top button