sliderস্থানীয়

শেরপুরে পরিবেশ দিবসে র‍্যালী ও আলোচনা সভা

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর শেরপুরের আয়োজনে এবং পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় এ দিবসে নানা কর্মসূচী পালন করে।

দিবসটি পালন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে। র‍্যালী শেষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

এতে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাস সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button