sliderস্থানীয়

শেরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণ

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধিঃপবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় শেরপুর সদর থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।

উপহারসামগ্রী গ্রহণের করেন জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকার ও কয়েক জন তাদের অনুভূতি ব্যক্তর পাশাপাশি ঈদ উপহার প্রদান করায় পুলিশ সুপার, প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃএমদাদুল হক, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button