
মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামান এতথ্য জানান।
আশিকুজ্জামান বলেন, মামলা দায়েরের পর থেকে র্যাব জামালপুর ক্যাম্প ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে বিভিন্ন তথ্য, উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামির অবস্থান নিশ্চিত হয় র্যাব। পরে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরের দিকে ভুক্তভোগী শিশুটিকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন আব্দুল কুদ্দুস। এসময় শিশুটির চিৎকার শুনে তার দাদি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।
ভুক্তভোগীর বাবা বলেন, আমি আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।