sliderস্থানীয়

শেরপুরে গরুচোর সন্দেহে পিটুনিতে দুজন নিহত

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলায় গরুচোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার দিবাগত রাতে নকলা পৌরসভার দক্ষিণ নকলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও চারজন আহত হয়েছেন।

নিহত দুজন ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মুসলিম উদ্দিন (৪৫) ও আমির হোসেন (৩০)। আর আহত চারজন হলেন একই এলাকার আজিজুর রহমান (১৯), রাজু মিয়া (২৫), আয়নাল হক (৩৪) ও একই উপজেলার সন্ধ্যাকুড়া এলাকার মো. সাদ্দাম (৩০)। তাঁদের গুরুতর আহতাবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে পৌরসভার দক্ষিণ নকলা এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে ছয় ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাঁদের দাঁড়িয়ে থাকতে দেখে গরুচোর বলে চিৎকার শুরু করেন স্থানীয় লোকজন।

পরে এলাকার শতাধিক লোক জড়ো হয়ে গরুচোর সন্দেহে তাঁদের পিটুনি দেন। এতে ওই ছয় ব্যক্তি গুরুতর আহত হন। সংবাদ পেয়ে নকলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুসলিম উদ্দিন মারা যান। আমির হোসেন মারা যান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে

রোববার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান সোমবার সন্ধ্যায় পিটুনিতে দুজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ নিহত দুই ব্যক্তির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button