শেরপুরে অটোরিক্সা চালকদের মরার উপর খাড়ার ঘা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : মহাসড়কে চলাচল নিষিদ্ধ। তারপরও জীবন ও জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছে। এরপর তার উপর যোগ হয়েছে শেরপুর পৌরসভার লাইসেন্স নেবার চাপ। এই হলো শেরপুরের অটোরিক্সা চালকদের বর্তমান অবস্থা।
অনুসন্ধানে জানা গেছে, শেরপুর পৌর শহরে প্রতিদিন নিষেধ ও বাধা উপো করে কয়েকশ অটোরিক্সা চলাচল করছে। আটক ও গ্রেপ্তারের ভয় উপেক্ষা করে জীবন জীবিকার তাগিয়ে নিন্ম আয়ের মানুষেরা এগুলো চালাতে বাধ্য হচ্ছে। তাদের এই চোর-পুলিশ খেলা জীবনের সাথে যোগ হয়েছে পৌরসভা কর্তৃক লাইসেন্স গ্রহনের চাপ।
একাধিক অটোরিক্সা চালকের সাথে কথা বলে জানা গেছে, পুলিশের নিষেধাজ্ঞা ও বিশেষ অভিযানের মধ্যেই পৌরসভা কৃর্তক ভ্রাম্যমান টিমের মাধ্যমে লাইসেন্স বিহীন অটোরিক্সা ও ভ্যান আটক করা হচ্ছে। নিন্মআয়ের এসব মানুষের নিকট থেকে গাড়ি প্রতি ৭শ/৮শ টাকা নিয়ে পৌর লাইসেন্স দেয়া হচ্ছে। অনেক সময় বৈধ রসিদ ছাড়াই টাকা নেয়া হচ্ছে বলে তাদের অভিযোগ।