সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন,শেখ হাসিনা সরকার শিক্ষা ও ক্রীড়া বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশে শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে। তাই দলবল নির্বিশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। শুক্রবার(১৫ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের নাটুসাহার মাঠে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মমতাজ বেগম বলেন, খেলাধুলা সমাজকে মাদকমুক্ত রাখে। খেলার মাধ্যমে সমাজের অপসংস্কৃতি দুর হয়। আমরা চাই খেলাধুলার মাধ্যমে আমাদের এলাকার ছেলেরা একদিন বিশ্বে বাংলাদেশকে তোলে ধরবে। আমরা যারা যার অবস্থান থেকে খেলাকে সহযোগিতা ও উৎসাহিত করবো। খেলায় জয়-পরাজয় থাকবেই। জয়-পরাজয় মেনে নেওয়ার মন মানুষিকতা থাকতে হবে।
ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব হাসানের সঞ্চালনায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ প্রমুখ।
এসময় জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর বাদশা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কহিনুর ইসলাম সানি, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আলম,জামির্ত্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম রাজু,ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মি ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিঙ্গাইর পৌরসভাকে ০-২ গোলে পরাজিত করে বিজয় হয় জয়মন্টপ ইউনিয়ন।