sliderরাজনীতিশিরোনাম

শেখ হাসিনা না পালালে তার হাড্ডি মাংস পাওয়া যেত না : মান্না

পতাকা ডেস্ক: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পালিয়ে গেছেন শেখ হাসিনা, কারণ তার পালানোর পথ ছাড়া কিছুই ছিল না। উনি যদি না পালাতেন তাহলে তার হাড্ডি মাংস পাওয়া যেত না বাংলাদেশে। যারা বলে শেখ হাসিনা আবার দেশে ফিরে আসবেন, আমি তো বলি পারলে আসেন। সেদিন একটি চ্যানেলে দেখলাম উনি টুপ করে ঢুকে পড়বেন, তার আগে বলেছিলেন টুস করে ফেলে দেবেন। পারবেন না।

তিনি বলেন, বিদেশের মাটিতে পৃথিবীর কেউ তাকে জায়গা দেয়নি। সবাই তাকে জানে সে একটা লুটেরা, খুনি, ফ্যাসিস্ট এবং তার দল বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করে দিয়েছে।

শনিবার দুপুরে খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নাগরিক ঐক্যের খুলনা মহানগর ও জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমাদেরকে গঠন করতে হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার। জনগণ ড. ইউনূসের সরকারকে সমর্থন করেছিল, এখনো সমর্থন করে। আমরা যে কোনো নির্বাচিত সরকারের কাছে একটি ভালো দেশ চাই, বাঁচতে চাই, জনগণের জন্য কল্যাণ করে সেই রকম দেশ চাই। আমরা একটা সরকার চাই যে সরকার কল্যাণকর রাষ্ট্র বানানোর চেষ্টা করবে। আমরা সেটা এই সরকারের (অন্তর্বর্তীকালীন) কাছে প্রত্যাশা করছি না। এই সরকার এতগুলো কাজ একসাথে করতে পারবে না।

সম্মেলনের শেষ পর্বে জেলা ও মহানগরীর নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়। পরে মাহমুদুর রহমান মান্না বসুপাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত করেন।

Related Articles

Leave a Reply

Back to top button