sliderস্থানীয়

শেখ হাসিনা ও আমুকে আসামী করে নলছিটি থানায় অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জেবা আমিনা খানের গাড়ী বহরে হামলার ঘটনায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুসহ ১৮ জনের নামে নলছিটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার বিকেলে জেবা আমিনা আল গাজী নিজে নলছিটি থানায় গিয়ে এ অভিযোগ দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে বিএনপি প্রার্থী জেবা আমিনা আল গাজীর নির্বাচনী প্রচারনার গাড়ি ভাঙচুরের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ ১৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে ওই অভিযোগপত্র দায়ের করা হয়।

জানা গেছে, ২০১৮ সনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনের ধানের শীষ প্রতীকে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেবা আমিনা আল গাজী। নির্বাচনী প্রচারণা চলাকালে ওই বছর ১৪ ডিসেম্বর বিকেলে নলছিটি শহরের সাথীর মোড় এলাকায় তার গাড়িবহরে হামলা করে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। এতে জেবা আমিনা গাজীসহ বিএনপির ১০ নেতাকর্মী আহত হয় এবং তাকে বহনকারী প্রাইভেট কারটি ভাঙচুর করে হামলাকারীরা। পরে তিনি শহরের সিকদার পাড়া এলাকায় এক বিএনপি নেতার বাসায় আশ্রয় নেয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মো. আব্দুস সালাম জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেকমন্ত্রী আমির হোসেন আমুসহ ১৮ জনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের হয়েছে। এ সংক্রান্ত একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

Related Articles

Leave a Reply

Back to top button