sliderস্থানীয়

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন সুসংগঠিত-এমপি শাওন

আবদুস সাত্তার, লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহন পৌরসভা আওয়ামী লীগের নতুন প্রধান কার্যালয়’র উদ্বোধন করেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

রবিবার সকাল ১১টায় লালমোহন উত্তর বাজার এলাকায়, দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ফিতা কেটে এ কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।

এ-সময় এমপি শাওন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এখন সুসংগঠিত, কেউ এখন আর আমাদের দাবিয়ে রাখতে পারবে না, তাই আগামী নির্বাচনেও ঐক্য বদ্ধ আওয়ামী লীগের কাছে সকলে পরাজয় বরণ করবে। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যন্ত এখন থেকে আওয়ামী লীগ অনেক শক্ত অবস্থানে রয়েছে। তাই আগামী নির্বাচনে সকলে নৌকার পক্ষে কাজ করার দাবি করলাম।

লালমোহন পৌর আওয়ামী লীগের আহ্ববায়ক শফিকুল ইসলাম বাদল পঞ্চায়েত’র সভাপতিত্বে, ৭নং ওয়ার্ড কাউন্সিলর, জাহিদুল ইসলাম নবীন এর সঞ্চালনায়-অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, মনজু তালুকদার, আ,ন,ম,শাহাজামাল দুলাল,ঈমাম হোসেন হাওলাদারসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।

Related Articles

Leave a Reply

Back to top button