sliderস্থানীয়

শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে: মমতাজ এমপি

মানিকগঞ্জ দক্ষিণ প্রতিনিধি : মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনার সাথে থাকুন, নৌকা মার্কার সাথে থাকুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাবেন।
মঙ্গলবার(১৭অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসের চর লাঙ্গুলিয়া গ্রামের মালেক পীর সাহেবের বাড়িতে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় মমতাজ বেগম বলেন, শেখ হাসিনা আমাদের দেশের একটা লক্ষী। শেখ হাসিনা এমন একজন প্রধানমন্ত্রী তিনি এদেশের দায়িত্ব নেওয়ার পরে দেশটা উন্নয়নের মাধ্যমে উপরে দিকে যাচ্ছে। ১৫ বছরে দেশে যে কাজ হয়েছে বিগত ৩০ বছরের সে কাজ হয়নি। গত ১৫ বছরের মত দেশে যদি উন্নয়ন হতো আজ কাজ করার জায়গা পেতাম না। বিগত দিনে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে কি কাজ করেছেন তা বুঝই আসেনা।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ,ধল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button