slider

শেখ রেহানার জন্মদিনে মানিকগঞ্জে যুবলীগের দোয়া মাহফিল

মানিকগঞ্জ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা’র জন্মদিন উপলক্ষে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ১৩ সেপ্টেম্বর বুধবার বাদ যোহর মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা শেষে কেক কাটা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে মানিকগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা বক্তব্যে বলেন- ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করার ষড়যন্ত্র করেছিল ঘাতক চক্র । সেদিন বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান । ১৯৮১ সালে দেশে ফেরার পর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাথে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পাদন করতে তাকে সর্বদা পাশে যোগ্য উত্তরসুরি হিসেবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একটি সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শেখ হাসিনার পাশে অতন্দ্র প্রহরীর মত রয়েছেন শেখ রেহানা। আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী যুবলীগের সদস্য সচিব মো: মাহবুবুর রহমান জনি । জেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য ফিরোজ আলম খান, মাহবুবুল হক খান খালিদ, মাহবুবুর রহমান সুমন, মনিরুল ইসলাম খান, সৌমিত্র সরকার, সামিউল আলীম রনি, পৌর যুবলীগ নেতা এস এম দেলোয়ার হোসেন, হাজী মোঃ মশিউর রহমান, তানভির ফয়সাল রাহি, মাহমুদুল হক শুভ, রুবেল রহামান, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী যুবলীগের অন্যতম নেতা ইরাদ কোরাইশী ইমন ও উজ্জ্বল হোসেন, নবগ্রাম ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহফুজুর রহমান তুহিন সহ আরো অনেকে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button