sliderখেলা

শুভ’র সেঞ্চুরিঃবৃষ্টি-ভাগ্যে ভিক্টোরিয়ার জয়

সোহরাওয়ার্দী শুভ’র সেঞ্চুরি এবং বৃষ্টি-ভাগ্যের জোরে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) জয়ের ধারা অব্যাহত রেখেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত হয়েছে ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে ভিক্টোরিয়া জয় পায় ৯ রানে।

আগে ব্যাট করে করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন মেহেদী মারুফ। এছাড়া তাইবুর রহমান ৪৫, নুরুল হাসান হাসান ৪০ রান করেন। ভিক্টোরিয়ার বোলারদের মধ্যে কামরুল হাসান রাব্বি ও এনামুল হক দুটি করে উইকেট নিয়েছেন।

২৭৫ রানের টার্গেটে খেলতে ব্যাটিংয়ে নামে ভিক্টোরিয়া। ৪৭ রানে প্রথম উইকেট হারালেও জয়ের পথেই ছিল দলটি। ৪২.১ ওভারে ভিক্টোরিয়ার যখন ২১১ রান বিকেএসপির আকাশে তখন বৃষ্টি।
এরপর আর মাঠে একটি বলও গড়ায়নি। বৃষ্টি আইন অনুসারে তখন ভিক্টোরিয়ার রান প্রয়োজন ছিল ২০৩. কিন্তু রান ২১১ হওয়ায় ডি/এল মেথডে ৯ রানে জিতে যায় তারা।
এদিন ২৭৫ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে ভিক্টোরিয়া। ৪৭ রানে প্রথম উইকেট হারায় দলটি। ব্যক্তিগত ১৬ রানে আউট হন আব্দুল মজিদ। এরপর দ্রুত ফিরে যান মুমিনুল হকও (৩ রানে). তবে তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৫৫ রানের দারুণ এক জুটি গড়েন সোহরাওয়ার্দী শুভ ও আল-আমিন।

এদিন ওপেনিংয়ে নেমে দারুণ এক সেঞ্চুরি তুলে নেন সোহরাওয়ার্দী শুভ। ১১৮ বলে ৬টি চার ও ২টি চারের সাহায্যে ১০৫ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া দলের নিয়মিত পারফরমার আল-আমিন ৯০ বলে ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮২ রানে অপরাজিত থাকেন।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শুভাগত হোম ও মনির হোসেন।
উভয় দলের এদিন ছিল লিগের ষষ্ঠ ম্যাচ। ছয় খেলা শেষে ৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে নাদীফ চৌধুরীর ভিক্টোরিয়া। অপরদিকে সমান সংখ্যক খেলা থেকে ৬ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে আছে শুভাগত হোম চৌধুরীর প্রাইম ব্যাংক। নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Back to top button