sliderঅর্থনৈতিক সংবাদশিরোনাম

শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা

শুক্রবার থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘নভোএয়ার-ঢাকা ট্রাভেল মার্ট-২০১৬’।
ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর ত্রয়োদশবারের মতো এ মেলার আয়োজন করছে। দেশের অন্যতম বিমান সংস্থা ‘নভোএয়ার’ মেলার টাইটেল স্পন্সর। মেলা আয়োজনে পার্টনার হিসেবে সহায়তা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি ৮ এপ্রিল বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন।
নভোএয়ার-ঢাকা ট্রাভেল মার্ট-২০১৬ আয়োজন উপলক্ষে আজ বুধবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির চেয়ারম্যান ও দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এ সব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন মহাব্যবস্থাপক সৈয়দ আহসান হোসেন কাজী এবং নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।
কাজী ওয়াহিদুল আলম বলেন, ‘দেশের সম্ভাবনাময় পর্যটন খাত বিকাশে সহায়তার লক্ষ্য নিয়ে ১৩ বছর পূর্বে আমরা ঢাকা ট্রাভেল মার্ট আয়োজনের উদ্যোগ গ্রহণ করি। বিগত বছরগুলোতে পর্যটন ক্ষেত্রে বিশেষ করে অভ্যন্তরীণ পর্যটনে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে; যাতে আমরা কিছুটা হলেও অবদান রাখতে পেরেছি বলে মনে করি।
তিনি আরো বলেন, দেশে একটি টেকসই পর্যটন খাত সৃষ্টি করতে হলে বর্ধিত সংখ্যায় বিদেশি পর্যটক আকৃষ্ট করা জরুরি। আর এ জন্য অনেক কিছুই করতে হবে। সর্বপ্রথমে আমাদের নির্ধারণ করতে হবে কোন পর্যটন পণ্যটি আমরা বিশ্ববাজারে তুলে ধরব এবং কীভাবে তুলে ধরব। এর পাশাপাশি যোগাযোগসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
মেলা চলাকালীন শনিবার সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশে মাইস ট্যুরিজম’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এফবিসিসিআই সভাপতি আবদুল মতলুব আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।
ট্যুরিজম মালয়েশিয়া এবং ট্যুরিজম অথোরিটি অব থাইল্যান্ড মেলা উপলক্ষে বিটুবি মিটিংসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে।
ট্যুরিজম মালয়েশিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল একটি সাংস্কৃতিক দলসহ মেলায় যোগ দিচ্ছে।
স্বাগতিক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৫০টির অধিক সংস্থা মেলায় অংশ নিচ্ছে, যার মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্রাভেল ও ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট, পর্যটন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও অন্যান্য।
অংশগ্রহণকারী সংস্থাগুলো মেলা চলাকালীন দর্শনার্থীদের জন্য হ্রাসকৃত মূল্যে বিমান টিকেট, আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন সেবা উপস্থাপন করবে।
শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং শনি থেকে সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। প্রবেশমূল্য রাখা হয়েছে জনপ্রতি ২৫ টাকা। প্রবেশ কুপনের ওপর মেলার শেষদিন অর্থাৎ ১১ এপ্রিল সন্ধ্যা ৭.৩০ মি. গ্র্যান্ড র‌্যাফেল ড্র’র ব্যবস্থা থাকবে। র‌্যাফল ড্র বিজয়ীদের জন্য রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের এয়ার টিকেট, ট্যুর প্যাকেজ, তারকা হোটেলে রাত্রিযাপন, লাঞ্চ ও ডিনার কুপনসহ বিভিন্ন পুরস্কার।
সুত্রঃ নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Back to top button