sliderস্থানীয়

শীর্ষ সন্ত্রাসী কামু গ্রেপ্তার হওয়ায় টঙ্গীতে আনন্দ মিছিল

টঙ্গী প্রতিনিধি: টঙ্গী অঞ্চলের অপরাধ জগতের নিয়ন্ত্রণকারী হিসেবে পরিচিত কামু বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ভোর চারটার দিকে গাজীপুরের বাঘের বাজার এলাকার সাবাহ গার্ডেন নামক একটি রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম কামু অবিভক্ত টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি টঙ্গীর এরশাদ নগরের ৪ নম্বর ব্লকের তমিজ উদ্দিনের ছেলে। গতকাল দুপুরে মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে কামুর গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল করেছে এরশাদ নগরবাসী।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গাজীপুরের টঙ্গীতে ফেরেন ২৪ মামলার সাজা প্রাপ্ত আসামি কামরুল ইসলাম ওরফে কামু। টঙ্গীতে ফিরেই তিনি টঙ্গীর উত্তর পূর্বাঞ্চলের অপরাধ জগতের নিয়ন্ত্রণে নেন। নিজ নামেই গড়ে তোলেন সন্ত্রাসী ‘কামু বাহিনী’। এলাকার বাসিন্দাদের কাছে আতঙ্কের প্রতিশব্দ ছিল কামু। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় অবৈধ অস্ত্র বেচাকেনা করায় ৩টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি, বিস্ফোরক দ্রব্য আইনে দুটি, জোড়া হত্যা মামলাসহ ৩টি হত্যা মামলা, চাঁদাবাজি ঘটনায় একটি ও সরকারি সম্পত্তি দখলের অভিযোগে একটি ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে ৩টি মামলাসহ অন্তত ২৪টি মামলা রয়েছে।

গাজীপুর মহানগরী দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. আকবর আলী মুন্সি বলেন, সোমবার ভোরে কামু বাহিনীর প্রধান কামুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের কার্যালয় এনে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button