sliderস্থানীয়

শীতের প্রকোপ বাড়ছে অসুস্থ হচ্ছে শিশুরা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: শীতের তীব্রতায় সকল বয়সের লোকজন অসুস্থ হলেও বিশেষ করে শিশু ও বৃদ্ধরা আক্তান্ত হচ্ছে প্রতিনিয়ত। এসব রোগীদের প্রতিদিন ভীড় জমছে সরকারি বেসরকারি চিকিৎসা কেন্দ্র গুলোতে। দাউদকান্দি উপজেলার বিভিন্ন চিকিৎসা সেবা কেন্দ্রে সরজমিন ঘুরে দেখা যায় শাস কষ্ট জনিত শিশুদের নিয়ে বিপাকে পড়েন তাদের পিতা মাতারা। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান জানান, রোগী সেবায় ইনডোর আউটডোর সম্পুর্ন প্রস্তুত। তবে সরকারি হসপিটালে ভীড় এড়াতে অনেকেই ছুটে যাচ্ছেন প্রাইভেট ডাক্তারের কাছে। উপজেলা সদরে চিকিৎসক মোঃ বিল্লাল হোসেন সরকারের এখানে কম টাকা ফি দিয়ে ভালো সেবা পাওয়ায় এখানে প্রচুর সংখ্যক রোগী আসতে দেখা যায়। রোগীদের সাথে আলাপ করলে তাঁরা বলেন, আমরা বিল্লাল সাহেবের ব্যবহার এবং চিকিৎসায় খুশি।

Related Articles

Leave a Reply

Back to top button