sliderশিরোনামশীর্ষ সংবাদ

শিমুলিয়ায় ঢাকামুখী মানুষের ঢল অব্যাহত

গত ১০ দিনের যাত্রীর ঢলকে হার মারিয়েছে বৃহস্পতিবার (৭ মে) ঢাকামুখী মানুষের স্রোত। শিমুলিয়া ফেরি ঘাটে লোকে লোকারণ্য।তিল ধারণের ঠাঁই নেই ফেরিঘাট আর রিকশা-আটো স্ট্যান্ডে। যেন উৎসবে যোগ দিতে ছুটছে সবাই।
সকালে শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরিতে করে আসছে শত শত ঢাকামুখী যাত্রী। সরকার মার্কেট খুলে দেওয়ার ঘোষণায় এসব যাত্রীরা দক্ষিণবঙ্গের নিজ বাড়ি হতে লকডাউন ভেঙে ঢাকামুখী হতে শুরু করেছে।
প্রতিটি ফেরিতেই শত শত লোক পার হয়ে আসছে শিমুলিয়া ফেরিঘাটে। এখানে এসেও যেন তিল ধারণের ঠাঁই নেই যানবাহনের স্ট্যান্ডগুলোতে। ফেরিতে যেমন চাপাচাপি আর গাদাগাদি করে শিমুলিয়া ঘাটে এসেছে, এখানে এসেও একই অবস্থা যানবাহনের জন্য। বাস না থাকায় অটোস্ট্যান্ডগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
ঢাকা যাবার জন্য তারা হুমড়ি খেয়ে পড়ছে। তবে বাস না পেয়ে গত ১০ দিনের মতো আজও আটো, টেম্পো, নসিমন, করিমন, মাইক্রো, থ্রি হুইলার, ইয়েলোক্যাব, রেন্ট-এ-কার ও শত শত মোটরসাইকেলে এসব যাত্রীদের ঢাকায় ফিরতে দেখা গেছে। উবার বন্ধ থাকায় উবাবের মোটরসাইকেলগুলো এখন শিমুলিয়া ঘাট থেকে ঢাকায় প্রতিনিয়ত অফলাইনে যাতায়াত করছে। যারা সিঙ্গেল যাত্রী তারা মোটরসাইকেলে ঢাকায় চলে যাচ্ছে। তবে এ পথে ঢাকায় যেতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।
মাওয়া নৌ-পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের ঢল লক্ষ করা গেছে। গার্মেন্টকর্মীদের ঢাকামুখী ঢলকেও হার মানিয়েছে আজকের যাত্রীর চাপ। নানা শ্রেণি-পেশার মানুষ এখন ছুটছে ঢাকার কর্মস্থলে।
তিনি বলেন, করোনার কোনো ভয় নেই তাদের মাঝে। মনে হচ্ছিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা ছুটছে স্বজনদের কাছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button