sliderস্থানীয়

শিবালয় উপজেলা প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক শহিদুল ইসলাম

মানিকগঞ্জ প্রতিনিধি: ৯ নভেম্বর শিবালয় উপজেলা প্রেসক্লাব সভাপতি পদে রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে শিবালয় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে দি্ব-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম, সহ-সভাপতি সাইফুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন, কোষাধক্ষ্য সুমন হোসেন, দপ্তর সম্পাদক সোহেল রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকুর রহমান ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

এতে, প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, নির্বাচন কমিশনার মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহজাহান বিশ্বাস, মানিকগঞ্জ টেলিভিশন রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিএম খোরশেদ।
এর আগে, দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা প্রেসক্লাব এডহক কমিটির আহবায়ক বাবুল আকতার মঞ্জুর।
এ সময় প্রধান আলোচক ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু। শিবালয় উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় মানিকগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি কাবুল উদ্দিন খান, জেলা সাংবাদিক সমিতির
সহ-সভাপতি শহিদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, শিবালয় উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি সাইফুল ইসলাম খান, আকমল হোসেন খান, মারুফ হোসেন, নিরঞ্জন সূত্রধর, সুমন হোসেন, আকাশ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কল্যাণ সাহা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, ইউএনও জাহিদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, ওসি শাহানুর এ আলাম, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এমএ কুদ্দুস, শিবালয় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রথীন সাহা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button