sliderস্থানীয়

শিবালয়ে ০৪ অক্টোবর ইছামতী নদীতে নৌকাবাইচ

শিবালয় প্রতিনিধি : মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের নয়াকান্দি ইছামতি নদীতে আগামী ০৪ অক্টোবর শুক্রবার বেলা ০৩ ঘটিকার সময় ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ছলাৎ ছলাৎ শব্দে গর্জে উঠবে বাইচালদের বৈঠা। জানা যায়, নয়াকান্দি, শালজানা, দড়িকান্দী, লক্ষিপুরা,সরিষাবাড়ি ও কোদালিয়া এ পাঁচটি গ্রামের উদ্যোগে এ আয়োজন হচ্ছে। আরুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উসমান প্রামানিকের সুযোগ্য সন্তান ইউসুফ প্রামাণিকের পরিচালনা, দেলোয়ার হোসেনের তত্বাবধানে নৌকাবাইচের সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মাহবুব হোসেন। এ নৌকা বাইচে মানিকগঞ্জ জেলাসহ টাংগাইল, দোহার, নবাবগঞ্জ থেকে ছোট বড় ১৫-২০টি নৌকা অংশগ্রহণ করবে বলে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কমিটি।

ইছামতীর বুকভরা ঢেউ আর প্রাণ ভরা উচ্ছ্বাসে নয়াকান্দি বাজার থেকে দড়িকান্দি মোর পর্যন্ত অনুষ্ঠিত হবে এ নৌকাবাইচ।

Related Articles

Leave a Reply

Back to top button