শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতাঃ মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরিচা বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক ও ব্যবসায়ীরা।
গত শনিবার বিকেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে-লেপ-তোশক তৈরির পাঁচটি দোকান, ঔষধের দোকান একটি ও একটি ফার্নিচারের দোকান।
শিবালয় বন্দর ব্যবসায়িক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম রাজু হোসেন বলেন, বিকেলের দিকে আরিচা ঘাটের ডাকবাংলো সংলগ্ন একটি লেপ-তোশক তৈরির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। যার ফলে ব্যবসায়ীরা কোনো মালামাল রক্ষা করতে পারেননি।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের তীব্রতার কারণে দোকানগুলো দ্রুত পুড়ে যায়। ঘটনাস্থলে আরিচা ও ঘিওর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।