শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা:দৈনিক নিউ নেশনের প্রকাশক,দৈনিক ইত্তেফাকের সম্পাদকমণ্ডলী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শিবালয় উথলী শিক্ষানিলয় প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় ব্যারিস্টার মইনুল হোসেনের রাজনৈতিক, সামাজিক,পেশাগত ও সাংবাদিকতার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তিনি একাধারে আইন পেশায় অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। দেশ স্বাধীনের পর তিনি সংসদ সদস্য হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। ইত্তেফাক ও নিউ নেশন সংবাদপত্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে সাংবাদিক সমাজের ব্যাপক উন্নয়ন সাধন করেন। মঈনুল হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শিক্ষক মাওলানা আব্দুল খালেক বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিউ নেশনের মানিকগঞ্জ প্রতিনিধি অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী। সভায় আরও উপস্থিত ছিলেন ইত্তেফাক শিবালয় সংবাদদাতা বাবুল আকতার মঞ্জুর, কৃষকদল জেলা সহ সম্পাদক বেপারী মো. কামাল উদ্দিন, সাংবাদিক আনোয়ারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রানা মিয়া, প্রভাষক সিরাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক, শরিফ দেওয়ান, মৃনাল চক্রবর্তী, দীপ্ত সাহা, রোজিনা আক্তার, রিক্তা আক্তার, জয়শ্রী সাহা, কানিজ ফাতেমা, খোদেজা আক্তার রিনা, জান্নাতুল ফেরদৌস, সমাজকর্মী নিরোধ ভৌমিক, সুইটি আক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশা, সুশীল সমাজের প্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও সমাজকর্মী।