sliderস্থানীয়

শিবালয়ে নাগরিকদের মাঝে জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণ

এমএ কাইয়ুম চৌধুরী,শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি:শিবালয় উপজেলার নাগরিকদের মাঝে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করা হয়েছে।

গত বৃহস্পতিবার শিবালয় মডেল ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম শুরু হয়েছে। শিবালয় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা, মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলাল উদ্দিন আলাল, জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, শিবালয় উপজেলা প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মোঃ নাহিদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এবারের স্মার্ট কার্ডে বাংলা ও ইংরেজিতে ব্যক্তির নাম, মা-বাবার নাম, জন্মতারিখ ও জাতীয় পরিচয় নিবন্ধন নম্বর দৃশ্যমান থাকছে। কার্ডের পেছনে থাকছে ভোটার এলাকার ঠিকানা, রক্তের গ্রুপ ও জন্মস্থান। তবে সব মিলিয়ে স্মার্ট কার্ডের মধ্যে থাকা চিপ বা তথ্যভান্ডারে ৩২ ধরনের তথ্য থাকছে, যা মেশিনে পাঠযোগ্য হবে।

উপজেলার ৭টি ইউনিয়নে ৬৩টি ওয়ার্ডে ১লাখ ২৫ হাজার ১শ ২০ জন এ স্মার্ট কার্ড পাবেন বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Back to top button