
মানিকগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন শিবালয় উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আলহাজ্ব আব্দুর রহিম খানের দোয়াত কলম প্রতীকের সমর্থক ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানুর আনারস প্রতীকের সমর্থকের মধ্যে কাঁদা ছুড়াছুড়ি হচ্ছে। সাধারণ ভোটারদের বিভ্রান্তিতে ফেলছে এই কুচক্রী মহল। অথচ এর কোন ভিত্তি নেই। সামাজিক গণমাধ্যমে হৃদয় আহমেদ খান নামে রহিম খানের এক কর্মী ভিত্তিহীনভাবে কখনও মোটরসাইকেল প্রতীক, কখনও আনারস প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে টাকাসহ আটকের পোস্ট করছে যার কোন প্রমাণ বা ভিডিও ফুটেজ নেই। এ পোস্টের জন্য আনারসের কর্মী মামুন কাজী উল্টো রহিম খানকে নিয়েও এমন পোস্ট করে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রশাসনের এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছে সচেতন ভোটাররা।