sliderস্থানীয়

শিবালয়ে অসময়ে যমুনা নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতাঃ মানিকগঞ্জের শিবালয়ে অসময়ে যমুনা নদীর ভাঙনের হাত থেকে রক্ষা পেতে নদীশাসনের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। সম্প্রতি শিবালয় উপজেলার তেওতা জমিদারবাড়ির কাছে নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শামসুল আলম মাস্টারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ডা. মুজিবুর রহমান, সাহেব আলী, সোহেল মাস্টার, সিয়াম প্রমুখ। দুই শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।এ সময় দুই কিলোমিটার এলাকায় অসময়ে ভাঙন ঠেকাতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তারা।

বক্তারা জানান, গত এক মাস ধরে নদীতে পানি কমে গেলেও হঠাৎ করে তেওতা এলাকা থেকে এক কিলোমিটার অংশ জুড়ে ভাঙন দেখা দিয়েছে। হুমকিতে রয়েছে তিন শ বছরের পুরনো জমিদার বাড়ি, বাজার, ইউনিয়ন পরিষদ, বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বসত বাড়ি-ঘর। দ্রুত পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে ব্যবস্থা না নিলে এ জনপদ নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button