শিবালয়ে চলছে মাদকের রমরমা ব্যবসা, দিন দিন বাড়ছে মাদকসেবীর সংখ্যা

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি: শিবালয় উপজেলার আরিচাঘাট, পাটুরিয়া ফেরিঘাট, নালী হাট-বাজার, রুপসা, নীলগ্রাম, কয়ড়া, দশচিড়া, টেপড়া, ছোট কুষ্টিয়া, মহাদেবপুর, বরংগাইল, টেপড়ী, ফলসাটিয়া, তাড়াইল, ঢাকাইজুড়া, বনগ্রাম, বুতনী, শাকরাইল, উলাইল বাজার, দক্ষিণ উলাইল, আমডালা বাজার, উলাইল ঝষিপাড়া, ভাওয়ালকান্দি, জামসা, চর চাড়িপাড়া, কাষ্টসাগড়া, মানিক নগর, ভাকলা, পূর্ব বিরাজপুর, গাংধাইর, কাক্কোল, চাড়িপাড়া আরপাড়া, নবগ্রাম, বোয়ালী ও দাশকান্দি এলাকায় দিন দিন আশংকাজনকভাবে মাদকসেবীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
অভিযোগ রয়েছে একশ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ীরা সংশ্লিষ্ট প্রশাসনকে মাসিক মোটা অংকের টাকা সেলামী প্রদান করে এলাকার উঠন্ত বয়সের যুবসমাজের মাঝে মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা ট্যাবলেটসহ নানা ধরনের নেশার উপকরণ বিক্রি করে যাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র এ প্রতিবেদককে জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিংবা প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে মাদক ব্যবসায়ীরা শিবালয় উপজেলার ৭ টি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে প্রতিমাসে কমপক্ষে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হয়ে থাকে। মানিকগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন মাঝেমধ্যে দু-একবার অভিযান পরিচালনা করলেও তা কোন কাজে আসে না।
ফলে এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দু-একটি মামলা হলেও প্রয়োজনীয় স্বাক্ষ্য-প্রমাণের অভাবে অপরাধীরা খালাস পেয়ে যায়।
এছাড়া এসব মাদক ব্যবসায়ীগণ ক্ষমতাসীন কিংবা রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ছত্রছায়ায় মদ, গাঁজা, হেরোইন, ইয়াবাসহ নানা প্রকার মাদকদ্রব্যর রমরমা ব্যবসা পরিচালনা করলেও এলাকার লোকজন তাদের বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে সাহস পায়না।
এদিকে এলাকার উঠন্ত বয়সের মাদকাসক্ত যুবকেরা মাদক সেবনের অর্থের যোগান দিতে গিয়ে বাবা-মায়ের পকেট কাটাসহ এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানাবিধ অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়ছে।
এ ব্যাপারে জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ একান্ত কাম্য।