
সোহাগ মাহবুব: শনিবার(১৮ডিসেম্বর) দুপুরে বগুড়া শিবগঞ্জ উপজেলার কিচক বিএম কলেজ-এর মহিবুল্লাহ চৌধুরী অর্নব হল রুমের ভিত্তিস্থাপন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কিচক বিএম কলেজ সভাপতি ও মোহাম্মাদ আলী হাসপাতালের আর.এমও ডাঃ শফিক আমিন কাজলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাঃ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বগুড়া শজিমেক’র অধক্ষ্য অধ্যাপক ডাঃ রেজাউল আলম জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ যুবলীগ সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, মোকাতলা ইউনিয়ন যুবলীগ সভাপতি আইযুব আলী সহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন কিচক বিএম কলেজ’র অধ্যক্ষ মোমিনুল ইসলাম চৌধুরী লিটন।