sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম
শিগগিরই ৩০ লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কার : ট্রাম্প

নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামপ জানিয়েছেন, শিগগিরই যুক্তরাষ্ট্র থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কার করা হবে। রোববার সম্প্রচার করা এই সাক্ষাতকারে তিনি এই ঘোষণা দেন। অভিবাসনের বিরুদ্ধে তিনি নির্বাচনের আগেই কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছিলেন। সাক্ষাতকারে তিনি সেটারই পুনরাবৃত্তি করলেন।
সিবিসির ৬০ মিনিট প্রোগ্রামে তিনি বলেন, এসব লোক দুর্বৃত্তি, কিংবা মাদক পাচারকারী্ আমরা তাদের বহিষ্কার করবো, কিংবা কারাগারে রাখবো।
তিনি সীমান্ত ‘নিরাপদ’ করার পর অভিবাসী কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে থাকা অবশিষ্ট অবৈধ অভিবাসীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবে।