sliderরাজনীতিশিরোনাম

শিগগিরই নতুন রাজনৈতিক দল নিয়ে ফিরছে জাতীয় নাগরিক কমিটি

আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই তরুণদের রাজনৈতিক দল গঠিত হতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন।

তিনি বলেন, রাজনীতিতে নতুন মুখ আনা এটা খুবই গুরুত্বপূর্ণ। গণঅভ্যুত্থানটা তাদের যে অভিজ্ঞতার মধ্যে নিয়ে গেছে, তার মধ্যেদিয়ে মূলগত চরিত্রের পরিবর্তন ঘটেছে। বাংলাদেশের পরিবর্তনের যে সম্ভবনা আছে, সেখানে তারা নিজেকে দেখতে চান। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষকে খুঁজে বের করা, যারা নিজের প্রাণভয় বাদ রেখে মাঠে নেমেছিল। তাদের খুঁজে বের করা, মূলত তরুণ নেতৃত্ব খোঁজা হচ্ছে।

তিনি আরও বলেন, আসছে ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই গঠিত হতে পারে তরুণদের রাজনৈতিক দল।

৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এদের অনেকেই সম্পৃক্ত হন রাজনৈতিক কর্মকাণ্ডে। দেশব্যাপী চাউর হয় শিক্ষার্থীদের নেতৃত্বে আসছে রাজনৈতিক দল। এদিকে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে জুলাই আন্দোলনকারীদের নেতৃত্বে। ১৪৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ছাড়াও এখন পর্যন্ত দেশের ৬৭টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে সংগঠনটি। একইসঙ্গে সারাদেশে শিক্ষার্থীদের একত্রিত করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এখন পর্যন্ত দেশের ১৭টি জেলা, ৩টি মহানগর, ১টি বিশ্ববিদ্যালয় ও ১টি পলিটেকনিক ইনস্টিটিউটে আহ্বায়ক কমিটি করেছে তারা।

কোন দলে কারা নেতৃত্ব দিবেন এমন প্রশ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেন, কেউ যদি নাগরিক কমিটি থেকে রাজনৈতিক দলে চলে যেতে চায়, সেক্ষেত্রে এখান থেকে তাদের পদত্যাগ করে চলে যেতে হবে। আর যারা থাকবেন তারা বিপ্লবের বা একতার প্রতীক হিসেবে ধারন করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলেন, নতুন করে একটা দল বাংলাদেশে যদি দাঁড়াতে হয়, তাহলে খুব সাধারণ, তার আদর্শিক জায়গা থাকতে হবে। যেমন আওয়ামী লীগ, বিএনপি প্রধান রাজনৈতিক দল বাংলাদেশে আছে বা জামায়াতে ইসলাম আছে। এদের আদর্শিক প্লাটফর্মের জায়গাটা ভিন্ন ভিন্ন, সেই রকম একটা জায়গা থাকতে হবে।

বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠন নতুন কোনো বিষয় নয়। কখনও আওয়ামী লীগ আবার কখনও বিএনপি ভেঙে অনেকেই চেষ্টা করেছেন। আবার নিকট অতীতে কোটা আন্দোলন ও পরে ডাকসুর ভিপি হয়েও দল গঠনের ঘটনা ঘটেছে। রাজনীতিতে এদের প্রভাব কতোটা সে নিয়ে আছে প্রশ্ন। তবে সাম্প্রতিক প্রেক্ষাপট পুরোটাই ভিন্ন। স্বৈরাচারবিরোধী ঐতিহাসিক গণঅভ্যুত্থান এবং রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগের পলায়ন তৈরি করেছে নতুন বাস্তবতা।

Related Articles

Leave a Reply

Back to top button