sliderস্থানীয়

শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে সিংগাইরে শিক্ষাকদের মানববন্ধন

সিরাজুল ইসলাম, সিংগাইর : মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানিকগঞ্জের সিংগাইরে বেসরকারী শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি পেশ করেছেন।

মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ গেটে এ কর্মসূচী পালন করা হয়। এতে দেড় শতাধিক শিক্ষক অংশ নেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.আক্রাম হোসাইনের সভাপতিত্বে ও জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.জয়নাল আবেদীনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, চাপরাইল মজির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিন, শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:এনামুল হক,ইসলামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আমজাদ হোসেন, ভূমদক্ষিণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক,জিজি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকার, চররজনগর -মানিকনগর মাহমুদিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন ও সহকারী শিক্ষক মোজাম্মেল হক প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষকরা তাদের দাবী দ্রুত কার্যকর করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button