sliderস্থানীয়

শিক্ষার্থী কর্তৃক শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার ভিক্টেরিয়া জুবিলী সরকারী উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষায় গত ৮ অক্টোবর দায়িত্বপালনকালে শিক্ষার্থী কর্তৃক সহকারী শিক্ষক হাফিজুর রহমান লাঞ্ছনার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও সরকারী বালক ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিষদের আয়োজনে মঙ্গলবার দুপুরে শহরের চৌরাস্তায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, শিক্ষক হাফেজ মো: রশিদ আলম,সিনিয়র শিক্ষক ফরহাদুল ইসলাম, মাহামুদুন্নবি রাজা প্রমুখ

মানববন্ধনে বক্তারা বলেন, আজ আমাদের সামাজিক অবস্থা এত নিচু মানের হয়ে গেছে যে শিক্ষার্থী কর্তৃক আমাদের লাঞ্ছিত হতে হয়। আমরা শিক্ষার্থী কর্তৃক শিক্ষকের উপর এহেন আচরণের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং উক্ত ঘঁনার দৃষ্টান্তমূলক দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Back to top button