বেরোবি প্রতিনিধিঃ সরকারি কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ৫গুণ বৃদ্ধি-সংক্রান্ত অর্থমন্ত্রীর ঘোষণা প্রত্যাহার, জাতীয় বাজেটের ২৫% শিক্ষাখাতে বরাদ্দ করা এবং ইউজিসি’র ২০ বছর মেয়াদী কৌশলপত্র বাতিলের দাবিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন কওে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি যুগেশ ত্রিপুরা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন।
সমাবেশে বক্তারা বলেন, “বিগত দুই দশকে জাতীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ কমানো হয়েছে। রাষ্ট্রের পরিকল্পনায় বিশ্ববিদ্যালয়গুলোতে ইউজিসি’র কৌশলপত্র বছর বছর বাস্তবায়ন করা হচ্ছে। তারই অংশ হিসেবে রোকেয়া বিশ্ববিদ্যালয়েও প্রতিবছর খাত বাড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের ফি আদায় করা হচ্ছে।”
গত ৩০ মার্চ অর্থমন্ত্রীর ৫গুণ ফি বৃদ্ধির ঘোষণার কথা উল্লেখ করে বক্তারা বক্তারা আরো বলেন, “ অর্থমন্ত্রীর ফি বৃদ্ধি-সংক্রান্ত বক্তব্য প্রত্যাহারসহ জাতীয় বাজেটের ২৫% শিক্ষাখাতে বরাদ্দ এবং শিক্ষা ধ্বংসের ইউজিসি’র ২০ বছর মেয়াদী কৌশলপত্র বাতিল করা হোক।”
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি যুগেশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক অনুপম রায়, দপ্তর সম্পাদক সুমন রায় প্রমুখ।