
শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রেম ও শারীরিক সম্পর্ক নিষিদ্ধ করার কথা ভাবছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ, ডেইলি মেইল এ খবর দিয়েছে।
শিক্ষকদের সঙ্গে এমন সম্পর্ক কোনো ছাত্রীর যৌন নিপীড়নের শিকার হওয়ার ঝুঁকি তৈরি করে। এ ক্ষেত্রে শিক্ষকের বিরুদ্ধে ভুক্তভোগীর অভিযোগ গ্রেডে প্রভাব ফেলতে পারে। এই উদ্বেগ থেকে অক্সফোর্ড উভয়ের মধ্যে প্রেম ও যৌনতার সম্পর্ক নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছে বলে বলে জানা গেছে।
এ বিধিনিষেধ ভঙ্গ করলে আনুষ্ঠানিক সতর্কতা থেকে সরাসরি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন কোনো শিক্ষক।
ব্রিটিশ শীর্ষ বিশ্ববিদ্যালয়টির বর্তমান একাডেমিক পলিসি শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের যৌন সম্পর্কে যুক্ত হতে শিক্ষকদের বিরত থাকার পরামর্শ দেয়। তবে এ ব্যাপারে কোনো ধরনের কড়াকড়ি নেই।
সম্প্রতি অক্সফোর্ডের অধীনে সেন্ট হিউ কলেজ ভোটাভুটি করে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানো নিষিদ্ধ করেছে।
বিশ্ববিদ্যালয়টির আরেকটি কলেজ ওয়ার্সেস্টারের গভর্নিং বডি এমন সিদ্ধান্তের দিকে যাচ্ছে। শিক্ষার্থীদের সঙ্গে কলেজের কোনো কর্মীর যৌন সম্পর্ক নিষিদ্ধ করতে ভোটাভুটির আয়োজন করতে যাচ্ছে তারা।
ফলে শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে অক্সফোর্ডের এডুকেশন কমিটি। এ সংক্রান্ত নীতিমালা আরও বেশি সুসংহত করা হতে পারে। নতুন বছরে নতুন কোনো সিদ্ধান্ত ঘোষণা আসতে পারে বলে সানডে টাইমস জানায়।
যুক্তরাজ্যের শীর্ষ ২৪ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউনিভার্সিটি কলেজ লন্ডন হচ্ছে প্রথম কোনো প্রতিষ্ঠান, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যৌন সম্পর্ক নিষিদ্ধ। এ বছরের শুরুতে এমন সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়টি। অক্সফোর্ডের নীতিমালায় পরিবর্তন আসলে তাহলে এ ক্ষেত্রে সেটি হবে যুক্তরাজ্যের দ্বিতীয় বিশ্ববিদ্যালয়।