
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়া সংগঠনের বিকল্প নেই
কিন্তু এসব সংগঠনে দায়িত্ব নিতে বা পৃষ্ঠপোষকতা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সমাজপতি এমনকি অর্থশালী ব্যক্তিরা মুখ ফিরিয়ে নিচ্ছে।
তাহলে তাঁর অন্তরালে কিন্তু সমাজে নানাবিধ অপরাধে জড়িয়ে যাবে শিশু কিশোর, তরুণ তথা যুব সমাজ।
গত ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির একসভা অনুষ্ঠিত হয় ক্লাব প্রাঙ্গনে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্তরভুক্ত এই ক্লাবের সভাপতি গাজী মাজহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় সেক্রেটারি আনিছুর রহমান হেলেন,মোঃ জিন্নাত আলী, রবিউল করিম লিয়ন,প্রহ্লাদ কর্মকার, সুমন বাদশা, ইসমাইল হোসেন, মোঃ বাবুল ও মোহাম্মদ হানিফ খান সহ সংশ্লিষ্ট অনেকে বক্তব্য রাখেন।
ক্লাবটি প্রতিষ্ঠার ১৭ বছর ধরে চমৎকার ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে আজ এলাকা তথা দাউদকান্দি উপজেলার মুখ উজ্জ্বল করে চলেছে, কিন্তু বর্তমানে অর্থ সংকটে আসন্ন লীগে অংশ গ্রহণ কষ্টসাধ্য হয়ে দাড়িয়েছে।
বহু খেলোয়াড় তৈরি ও মাদকমুক্ত সমাজ গড়তে অসামান্য অবদান রেখে যাচ্ছে গৌরীপুর স্পোর্টিং ক্লাব।