sliderস্থানীয়

শামা ওবায়দের নামে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে নগরকান্দায় বিক্ষোভ

বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি: গত ২১ আগস্ট ফরিদপুরের নগরকান্দায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে কবির ভূঁইয়া নামের এক কর্মী নিহতের ঘটনায় বিএনপি’র কেন্দ্রীয় নেত্রী (সাংগঠনিক সম্পাদক পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুর বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার কাইচাইল ইউনিয়ন বিএনপি।

শনিবার (৩১ আগষ্ট) বিকালে ইউনিয়নের পোড়াদিয়া বাজারে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপি’র ঢাকা মহানগর (উত্তর) যুবদলের যুগ্ন আহবায়ক আবুল হাসান টিটু।

এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শরিফ গোলজার আহমেদ, কাইচাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খাইরুজ্জামান মিয়া, জয়নাল আবেদীন মিয়া, সাবেক সহ-সাধারণ সম্পাদক জানে আলম মিয়া, সাবেক যুবদল সভাপতি নীরু মাতুব্বর, সহ-সভাপতি ডাক্তার আবুল বাশার, জেলা যুবদলের সদস্য কাইয়ুম মাতুব্বর, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাজু তালুকদার, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর শরীফ আরমান, যুবদল নেতা আব্দুস সামাদ শরীফ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসিম মাহমুদ শাব্বু, আবুল কাশেম আবুল, ইউনিয়ন ছাত্রদল নেতা শাওন মাহমুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button