পতাকা ডেস্ক : দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এই বৈঠক হয়।
শুক্রবার সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। তবে বেশ কিছু মুসলিম দেশে আগামীকাল শনিবার ঈদ পালিত হবে।
দেশে এবার কয়েকদিন আগেই ঈদের তারিখ নিয়ে নানা আলোচনা তৈরি হয়। ২১শে এপ্রিল অর্থাৎ শুক্রবার বাংলাদেশ থেকে চাঁদ দেখা যাবে বলে আবহাওয়া অধিদপ্তর তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। ইসলামিক ফাউন্ডেশন এ নিয়ে আপত্তি জানিয়ে কাউকে বিব্রত না হওয়ার আহ্বান জানায়। এমন প্রেক্ষাপটে আবহাওয়া অধিদপ্তর তাদের বিজ্ঞপ্তি সংশোধন করে।